Friday, September 4, 2020

যুগল কবিতা
সমুখে পা
হাকিকুর রহমান 

বসন ভূষণ হলো মলিন
বয়সটাতো হলো প্রবীণ।
কর্মকান্ড গেলো বিফল
বাঁধনটাতো লাগে শীতল।
দিনগুলো সব হারিয়ে গেলো
পথটা করে এলোমেলো।
মনটা তবু রাখি খাঁটি
প্রাণটা করে পরিপাটি।
দিলাম আবার পথে পা
সমুখ পানে চলে যা।
পথের কথা
হাকিকুর রহমান

কান্না-হাসির এই মেলাতে
সময় কাটে কোন খেলাতে।
দিনের শেষে রাত্রি আসে
তারায় ভরা গগন হাসে।
কত জনার আনা গোনা
কত কিছুই যায় যে শোনা।
কাটে যে কাল এমনি করে
থাকে যে মন এমনি ভরে।
পথের কথা পথেই থাকুক
আগ বাড়িয়ে সামনে ডাকুক।
(সর্বস্বত্ব সংরক্ষিত)

No comments:

Post a Comment