Friday, September 4, 2020

সস্তা কথন
হাকিকুর রহমান 

ব্যস্ত সে যে, ব্যস্ত কে যে
ব্যস্ত দেখি সকলে,
তপ্ত ধরায়, সত্তা হারায়
বুদ্ধি কাটে ধকলে।
ঠান্ডা লড়াই, জব্দ বড়াই
প্রাণটা খুলে কেঁদেনি,
দেখলে দেখুক, শিখলে শিখুক
কুমন্ত্রণা ফেঁদেনি।
চলন বাঁকা, বলন ফাঁকা
তাইতো তারে চিনিনি,
হাতের কাছে, সবই আছে
সস্তা পেয়েও কিনিনি।
(সর্বস্বত্ব সংরক্ষিত)

No comments:

Post a Comment