Wednesday, September 9, 2020

ভোরের আকাশ
হাকিকুর রহমান 

গানে গানে ভরলো ভুবন
দখিন হাওয়া বইছে বাতায়নে,
প্রাণে প্রাণে লাগলো দোলা
ভোরের আকাশ খেলছে সমীরণে।
সুরে সুরে মাতাল হলো
খেই হারালো বনের পাখিকুল,
দিকে দিকে রঙ ছড়ালো
রবির আলোয় জাগলো তৃণমূল।
কানে কানে বল্লো কি সে
দিলো সমুখ যাওয়ার চেতনা,
রঙে রঙে ভরলো সময়
ভুলিয়ে দিলো সকল বেদনা।
দূরে দূরে দেখছি চেয়ে
আঁধার আলোর চলছে লুকোচুরি,
দেখে দেখে প্রহর কাটে
হৃদয় ভরা আশার স্বপ্নপূরী।
(সর্বস্বত্ব সংরক্ষিত)

No comments:

Post a Comment