দিদি
হাকিকুর রহমান
হাকিকুর রহমান
দেবো কানমলা, বলে, দিদি আমায় দিলেন বকুনি
কারণ, আজকে তাঁর পড়াটা, ঠিক মতো করিনি।
দিদি আমাকে যক্ষের ধন করে, আগলে রেখেছেন সারাক্ষণ
যাতে করে, আমি যেন কোন বিপদে না পড়ি, যখন-তখন।
কারণ, আজকে তাঁর পড়াটা, ঠিক মতো করিনি।
দিদি আমাকে যক্ষের ধন করে, আগলে রেখেছেন সারাক্ষণ
যাতে করে, আমি যেন কোন বিপদে না পড়ি, যখন-তখন।
মনে পড়ে, দিদি যেদিন স্বামীর ঘরে গেলেন চলে,
আমাকে তিনি কিছুই কইতে পারেননি
নীরবেই চেয়ে চেয়ে বিদায় নিলেন
কোন কিছুই না বলে।
আমাকে তিনি কিছুই কইতে পারেননি
নীরবেই চেয়ে চেয়ে বিদায় নিলেন
কোন কিছুই না বলে।
হঠাৎ একদিন, দুয়ারে দাঁড়ালো গাড়ি, নামলেন দিদি আমার
পরনে তাঁর শুভ্র সাদা শাড়ি-
কেন? বুঝিনি আমি,
বহুকাল পরে বুঝেছি, তাঁর সবচে’ কাছের মানুষটাকে
কেড়ে নিয়েছেন, অন্তর্যামী।
(সর্বস্বত্ব সংরক্ষিত)
পরনে তাঁর শুভ্র সাদা শাড়ি-
কেন? বুঝিনি আমি,
বহুকাল পরে বুঝেছি, তাঁর সবচে’ কাছের মানুষটাকে
কেড়ে নিয়েছেন, অন্তর্যামী।
(সর্বস্বত্ব সংরক্ষিত)
No comments:
Post a Comment