Friday, September 4, 2020

ছড়া যুগল-
মিনুর ঘাড়ে ভূত
হাকিকুর রহমান 

মিনুর ঘাড়ে লেগেছে ভূত
ডাকো সবাই মোল্লা-পুরুত।
ঐ ভূত তোর নামটা কি?
নাম শুনে তোর কামটা কি?
থাকি আমি শ্যাওড়া গাছে
যায় কেন সে গাছের কাছে।
মটকে দেবো ঘাড়টি তার
যায় যদি হোথা আবার।
ঝাড়ফুক আর পানিপড়া
কেয়ার করি আমি থোড়া।
নামবোনা আর ও ঘাড় থেকে
যতই আনো মোল্লা ডেকে।
হুজুর দিলো অভিশাপ
ভূতটা বলে, বাপরে বাপ!
সেই যে গেলো ও গাঁও ছেড়ে
আর আসেনি সেথায় তেড়ে।
ভূত তাড়ানো ফকির
হাকিকুর রহমান 

ভূত তাড়াতে ফকির এলো
ফকির তাড়াবে কে?
বড় ঘরের মাঝখানেতে
জুড়ে বসেছে।
এটা আনো, ওটা আনো
কত জারিজুরি,
ভূত তাড়ানোর নাম করে সে
করছে পুকুর চুরি।
গাঁয়ের মানুষ কি আর করে
বুঝে তারা কম,
এই সুযোগে লুটছে বসে
হয়ে তাদের যম।
এমনি করে ব্যবসা করে
ভূত তাড়ানোর নামে,
যখন যেথায় জুড়ে বসে
তার তো শরীর ঘামে।
(সর্বস্বত্ব সংরক্ষিত)

No comments:

Post a Comment