ক্লান্তিহীন নিঃশব্দ
হাকিকুর রহমান
এ যেনো কোনও এক
তপন তপ্ত
অচেনা বহ্নি-
ফাগুন প্রহরে সীমারেখাহীন
নিবেদিত প্রাণ
দিপশিখা তন্বী।
আড়ি পেতে রয়
জীবনের দ্বারে
শুভ্র বসনা এক জ্যোতি-
হৃদয়ের ভালে
বহুক না প্রলয়
তবু করে নাকো নতি।
সে এক তৃষিত মরুর বুকে
অতন্দ্র জেগে থাকা
এক নিখোঁজ মরীচিকা-
নশ্বর ধরার কোন সে প্রান্তে
জ্বলে যাওয়া
নিভুনিভু এক দীপশিখা।
মননের জ্বালা নিভোনোর আগে
জঠরের জ্বালাটা
যায়না করা নিবারণ-
শনির আঁখিতে কে যেনো
রয় চেয়ে
ক্লান্তিহীন নিঃশব্দে অকারণ।
No comments:
Post a Comment