Thursday, March 31, 2022

 

ঠুনকো হাহাকার
হাকিকুর রহমান 
 
অখন্ড রাত্তিরের বুক চিরে
বয়ে যায়
বহু স্বপ্নের খরস্রোতা নদী-
কেহবা স্তব্ধতায় ভাঙ্গে
কেহবা রয়ে যায় সংগোপনে,
কেহবা জাগে নতুন ভোরের
সূর্য ওঠা অবধি।
বিনিদ্র আঁখিতে
কেহবা এঁকে যায়
কোন সে আকাঙ্ক্ষার কতকথা-
যদিও বা তাহাদের লয় নেই
আর তাই সেগুলো
ছড়ানো- ছেটানোই রয় যথাতথা।
সামগ্রিক বিচারে
দূরদর্শী হ’বার
কোনো প্রয়োজন নেই
স্বপ্ন গুলোর মানে খুঁজে ফেরার-
কোনো এক রাত্তিরের
দ্বি-প্রহরের ব্যাপ্তিতে
ঠুনকো হাহাকার নিয়ে
কিইবা আছে আর
নতুন করে হারাবার।

No comments:

Post a Comment