প্রান্তিক প্রশ্নের উত্তর
হাকিকুর রহমান
স্মরণকালের পরিচিত পটভূমি
রইল পড়ে কালের চরণ চুমি-
কিসের জন্যে যেনো রয় অপেক্ষায়
বাধা পড়ে ফের পিছু ফিরে চায়।
প্রাপ্তির আগেই, অপ্রাপ্তিগুলো করে ভীড়
ভাঙ্গনের তীরে, কে যেনো বাঁধে সুখে নীড়-
ললাটে জেগেছে বলির রেখা
না জানি সেখানে কি আছে লেখা।
আশাগুলো আকণ্ঠ ডুবে আছে
কোন বিরহে, হেঁটে ফিরে ফের পাছে-
পানসি নাওয়ের একাকী মাঝী হয়ে
ভাটার টানেতে যাই যে কোথা বয়ে।
নেপথ্য থেকে কে যেনো বোনে কিসের বুনুনি
হিসেবের খাতাটা খুলে তাইতো বসে দিন গুনি-
গোধূলির আলো লেগেছে কি হৃদয়ে ফের
নেই কোনও উত্তর অনেকগুলো প্রান্তিক প্রশ্নের।
No comments:
Post a Comment