চড়কের মেলা
হাকিকুর রহমান
ইচ্ছে ছিলো, চড়কের মেলাতে যাবো
মনটা ভরে, মন্ডা মিঠাই কিনে খাবো-
পেয়েছিতো, মায়ের কাছ থেকে দু’আনা
জানি, তা দিয়েই যাবে বহু কিছু কেনা।
মেলায় যেয়ে দেখি, খেলনা গুলো থরে থরে সাজানো
আরও কত বাদ্যযন্ত্র, জীবনেও হয়নি তা বাজানো-
সারাটা জীবন, খেলেছি তো বাতাবিলেবুর বল
হাওয়া কেটে কেটে, ঘুড়িটা উড়িয়ে গেছে কেটে কত পল।
মা'তো বলেছিলো, বাতাসা কিনতে কিন্তু ভুলবিনে
আবার কবে জানি, মেলা হবে ফের সেই আশ্বিনে-
এখন দেখিযে, দু’আনাতে কিছুই আর জোটেনা
মনের মাঝারে, লুকোনো ইচ্ছেগুলো তাই ফোটেনা।
(গ্রাম বাংলা থেকে এইসব মেলা কবে কবে
হারিয়ে গেছে।)
No comments:
Post a Comment