শিশির কণা
হাকিকুর রহমান
শুকনো খড়ের ওপর শিশির কণা
জমে ভারী হয়,
পেলব পত্রের ওপর শিশির কণা
জমতে পারে না-
টপ্ করে খসে পড়ে।
মিথিলার আঁখি-পাতে কি শিশিরকণা
জমেছিলো কখনো?
নাকি ওটা ওর
কান্নার জল ছিলো!
প্রশাখা ছড়ানো অশথের উঁচু মগডালে
হয়তোবা ভুল করে
কিছু শিশিরকণা
জমে যায়-
তবে, তারা ভোরের রবি
ওঠার আগেই
নির্বিবাদে বিলীন হয়ে যায়।
জীর্ণ দিনগুলোর ওপরে
কি কখনও শিশিরকণা জমে?
তেমনি শ্বেত বিধুর হৃদয় কোণেও
শিশিরকণা জমে কিনা
তা কারো জানা নেই।
তবে, শিশিরকণা, তা
টপ্ করে ঝরেই পড়ুক,
আর, উবেই যাক
কিংবা, বিলীন হয়েই যাক-
ওটা কিন্তু শেকড়ের পানেই
ধাবমান হয়।
No comments:
Post a Comment