অখন্ড রাত্রির প্রহর
হাকিকুর রহমান
বিমুর্ত স্বপ্নগুলোকে
ধুঁয়ে-কেচে-রগড়ে-রগড়ে
হ্যাঙ্গারে টাঙ্গিয়ে
শুকোতে দিলাম-
আজকে রোদ্দুরের সবচেয়ে
বেশি প্রয়োজন ছিল
কিন্তু, কেন জানি
সূর্যটা অভিমান করে
মেঘের পেছনে মুখ লুকালো।
অবশ্য জীবনের স্থাপত্যসমূহের
উচ্চতা পরিমাপন
করা হয়নিকো কখনও,
আর তাই সেই প্রেক্ষিতে
অভিপ্রায় সমূহ যাতে
হাতছাড়া না হয়ে যায়,
তাতে কিছুটা কাটছাঁট করেই
তবে তা শুকোতে দিলাম।
ওদিকে অস্থির চাঁদ
কী জানি কী রহস্য করে
সেই সে অখন্ড প্রহরে
একবার দিলো উঁকি-
তারপর কোন দিকে
জোসনা গুলোকে নিয়ে উধাও হলো।
আর, একাকী জোনাকিটা
শশব্যস্ত হয়ে
সমস্ত অধিকারসমূহকে
নিজের মনে করেই
তমষাঘন অখন্ড রাত্রির
প্রহরের মাঝেই জেগে রইলো।
No comments:
Post a Comment