জন্মভূমি
হাকিকুর রহমান
হাকিকুর রহমান
সুজলা-সুফলা-শস্য-শ্যামলা
জননী জন্মভূমি,
হৃদয়ে রাখিনু ভক্তি তোমার
চির শ্বাস্বত তুমি।
কতশত নদী বয়ে চলে যায়
তোমারই হৃদয় জুড়ে,
নাম না জানা পাখি বাস করে
তাহাদের সুখ নীড়ে।
বনে বনে ঐ ফুটে কত ফুল
সুবাসে ভরায় মন,
গাছে গাছে ফলে কত মধুফল
পরিপূর্ণ বেনুবন।
রহো তুমি মোদের হৃদয় জুড়ে
করি তোমারি গুনগান,
সুখ-সমৃদ্ধিতে উজ্জীবিত করে
করো মোদেরে মহীয়ান।
জননী জন্মভূমি,
হৃদয়ে রাখিনু ভক্তি তোমার
চির শ্বাস্বত তুমি।
কতশত নদী বয়ে চলে যায়
তোমারই হৃদয় জুড়ে,
নাম না জানা পাখি বাস করে
তাহাদের সুখ নীড়ে।
বনে বনে ঐ ফুটে কত ফুল
সুবাসে ভরায় মন,
গাছে গাছে ফলে কত মধুফল
পরিপূর্ণ বেনুবন।
রহো তুমি মোদের হৃদয় জুড়ে
করি তোমারি গুনগান,
সুখ-সমৃদ্ধিতে উজ্জীবিত করে
করো মোদেরে মহীয়ান।
No comments:
Post a Comment