ভাবনা
হাকিকুর রহমান
হাকিকুর রহমান
আপন জনই গেলো ছেড়ে,
ভাবনা করি শুধুই মিছে-
আশালতা পড়লো ছিঁড়ে,
চিন্তাগুলো থাকেই পিছে।
দোল ছাড়া ঐ দুলুনিতে,
নাগালটাতো পাইনে খুঁজে-
বাঁধভাঙ্গা ঐ জোয়ারেতে,
জীবনটাকে নিলেম বুঝে।
আসলো পথে আঁধার নামি,
চলছি তবু থামি থামি।
জ্বালিয়ে বাতি সাঁঝের কালে,
রইনু বসে হৃদির ভালে।
বদ্ধ দুয়ার আগলে রেখে,
যোজনাগুলো গেলেম দেখে।
ভাবনা করি শুধুই মিছে-
আশালতা পড়লো ছিঁড়ে,
চিন্তাগুলো থাকেই পিছে।
দোল ছাড়া ঐ দুলুনিতে,
নাগালটাতো পাইনে খুঁজে-
বাঁধভাঙ্গা ঐ জোয়ারেতে,
জীবনটাকে নিলেম বুঝে।
আসলো পথে আঁধার নামি,
চলছি তবু থামি থামি।
জ্বালিয়ে বাতি সাঁঝের কালে,
রইনু বসে হৃদির ভালে।
বদ্ধ দুয়ার আগলে রেখে,
যোজনাগুলো গেলেম দেখে।
No comments:
Post a Comment