ছড়াঃ তিড়িং-বিড়িং
হাকিকুর রহমান
হাকিকুর রহমান
চিংড়ি করে তিড়িং-বিড়িং
খলসেটা দেয় ঝাপটা,
লাফিয়ে পড়ে ট্যাংরা, পুটি
বাপরে কি বাপটা।
নেংটি ইঁদুর দেখে ভয়ে
হুলোবেড়াল কাঁপে,
বাঁশ বাগানের ঝোপের ভেতর
নেউল তাড়ায় সাপে।
খ্যাংরাকাঠি চামচিকেটা
পিঠে মারে লাথি,
হাটুভাঙ্গার হাটু জলে
ডুবে মরে হাতি।
ভেংচি কেটে কাঠবেড়ালী
কাটলো গাছের মাথা,
ল্যাংড়া শেয়াল কেঁদে মরে
নেইতো কারও ব্যথা।
হ্যাংলাপনা করে বকন
মাঠের দিকে ধায়,
লেজ গুটিয়ে ক্ষ্যাপা কুকুর
আড়ে আড়ে চায়।
খলসেটা দেয় ঝাপটা,
লাফিয়ে পড়ে ট্যাংরা, পুটি
বাপরে কি বাপটা।
নেংটি ইঁদুর দেখে ভয়ে
হুলোবেড়াল কাঁপে,
বাঁশ বাগানের ঝোপের ভেতর
নেউল তাড়ায় সাপে।
খ্যাংরাকাঠি চামচিকেটা
পিঠে মারে লাথি,
হাটুভাঙ্গার হাটু জলে
ডুবে মরে হাতি।
ভেংচি কেটে কাঠবেড়ালী
কাটলো গাছের মাথা,
ল্যাংড়া শেয়াল কেঁদে মরে
নেইতো কারও ব্যথা।
হ্যাংলাপনা করে বকন
মাঠের দিকে ধায়,
লেজ গুটিয়ে ক্ষ্যাপা কুকুর
আড়ে আড়ে চায়।
No comments:
Post a Comment