Thursday, April 9, 2020

ভোরের আলো
হাকিকুর রহমান 

প্রলয় নাচন নাচলো বাঁধন হারা,
উল্কাপাতে ঝরলো পড়ে তারা।
ইচ্ছেগুলো নতুন করে চাই,
আকাশ পানে তাকিয়ে থাকি তাই।
জাহ্নবী তার তন্দ্রা হারালো,
রবির আলো গগন ভরালো।
আপন স্রোতে আপনি নাচে নদী,
সাগর পানে যায় যে নিরবধি।
কিসের আশায় যাই যে গেয়ে গান,
ভোরের আলোয় উঠলো জেগে প্রাণ।

No comments:

Post a Comment