দাগনভূঁইয়া
হাকিকুর রহমান
হাকিকুর রহমান
পৌঁছিয়া দাগনভূঁইয়া,
চিন্তা করি শুইয়া, শুইয়া।
ফেনী জেলার সর্ব-পশ্চিমে এই জেলা অবস্থিত
পূর্ব নাম গোপীগঞ্জ,
ছিল ভুলুয়া রাজ্যের অধীনে শাসিত।
বার ভূঁইয়াদের একজন,
দাগন ভূঁইয়ার নামে হয় ইহার নাম-
ইহার উত্তরে আছে,
কুমিল্লা জেলার নাঙ্গলকোট ও চৌদ্দগ্রাম।
বর্তমানে ইহা একটি পরিপূর্ণ উপজেলা,
এখানে আছে স্বনামধন্য শিক্ষাকেন্দ্র মেলা।
রহিয়াছে হেথা, অনেক ছোট-বড় হাট-বাজার,
আরও আছে ভাষা শহীদ আবদুস সালাম
স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার।
অতঃপর-
করিয়া বিক্ষিপ্ত বিচরণ যত্রতত্র,
লিখিলাম বাড়িতে এক কুশল পত্র।
ভাবনার উদ্রেক করিওনা কেহ,
সকলের তরে রহিল, প্রগাঢ় স্নেহ।
করিয়া হেথা সুষ্ঠুভাবে কর্ম সম্পাদন,
ফিরিব বাড়িতে অতি সত্বর বিলক্ষণ।
চিন্তা করি শুইয়া, শুইয়া।
ফেনী জেলার সর্ব-পশ্চিমে এই জেলা অবস্থিত
পূর্ব নাম গোপীগঞ্জ,
ছিল ভুলুয়া রাজ্যের অধীনে শাসিত।
বার ভূঁইয়াদের একজন,
দাগন ভূঁইয়ার নামে হয় ইহার নাম-
ইহার উত্তরে আছে,
কুমিল্লা জেলার নাঙ্গলকোট ও চৌদ্দগ্রাম।
বর্তমানে ইহা একটি পরিপূর্ণ উপজেলা,
এখানে আছে স্বনামধন্য শিক্ষাকেন্দ্র মেলা।
রহিয়াছে হেথা, অনেক ছোট-বড় হাট-বাজার,
আরও আছে ভাষা শহীদ আবদুস সালাম
স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার।
অতঃপর-
করিয়া বিক্ষিপ্ত বিচরণ যত্রতত্র,
লিখিলাম বাড়িতে এক কুশল পত্র।
ভাবনার উদ্রেক করিওনা কেহ,
সকলের তরে রহিল, প্রগাঢ় স্নেহ।
করিয়া হেথা সুষ্ঠুভাবে কর্ম সম্পাদন,
ফিরিব বাড়িতে অতি সত্বর বিলক্ষণ।
No comments:
Post a Comment