সময়
হাকিকুর রহমান
হাকিকুর রহমান
সময়ের নিউক্লিয়াসে প্রবেশ করে,
দেখলাম-
তার প্রোটপ্লাজমের সবচেয়ে ঘন,
আর পর্দাঘেরা অংশটাকে।
যা কিনা,
জীবনের সফল কোষের
সব জৈবিক ক্রিয়া-বিক্রিয়াকে করে চলে নিয়ন্ত্রণ।
তাহা,
আত্মার প্রাণকেন্দ্রে অগনিত
প্রোটন আর নিউট্রনের সমন্বয়ে গঠিত।
যেখানে,
অপেক্ষাকৃত স্পষ্ট অঙ্গানু বিদ্যমান,
যাহা অনাদিকালের বাহক,
এবং বহুমাত্রিক;
আর সেতো মহাকালের নীরব সাক্ষী!
দেখলাম-
তার প্রোটপ্লাজমের সবচেয়ে ঘন,
আর পর্দাঘেরা অংশটাকে।
যা কিনা,
জীবনের সফল কোষের
সব জৈবিক ক্রিয়া-বিক্রিয়াকে করে চলে নিয়ন্ত্রণ।
তাহা,
আত্মার প্রাণকেন্দ্রে অগনিত
প্রোটন আর নিউট্রনের সমন্বয়ে গঠিত।
যেখানে,
অপেক্ষাকৃত স্পষ্ট অঙ্গানু বিদ্যমান,
যাহা অনাদিকালের বাহক,
এবং বহুমাত্রিক;
আর সেতো মহাকালের নীরব সাক্ষী!
No comments:
Post a Comment