Thursday, April 9, 2020

কবিতা
হাকিকুর রহমান 

কবিতা লেখার উপকরণগুলো খুঁজে ফেরা-
এ যেন কোন অচেনা স্বপ্ন দিয়ে দেয়ালগুলো ঘেরা।
কনকচাঁপার কাহিনীটা শেষ হবার আগেই,
যূথিকার সুবাস, সেতো ভাসে বাতাসে সেই ত্যাগেই।
বিষয়বস্তুতে নেই আগের মতো স্বাচ্ছন্দ,
তবুও অন্তকরণে ভরা রয়েছে, আবেগের আনন্দ।
দেদীপমানতা নিয়ে লিখে চলি,
অখন্ড বসন্তের কতকথা-
নিরানন্দের মাঝেও উদ্দেলিত হয়ে,
ভেসে চলুক কবিতার কথাগুলি, যথাতথা।
ভাবাবেগ নিয়ে আজও বসে থাকা,
সময় বয়ে চলে, সেতো অনন্ত-
তাই কেন জানি মনে হয়,
ক্ষুধার্ত পথশিশুর কাছে, সাদা ভাতই বেশী জীবন্ত।

No comments:

Post a Comment