Thursday, April 9, 2020

ভ্রান্তিবিলাস
হাকিকুর রহমান 

কৌটিল্য কিম্বা কাত্যায়ন,
যে যাহার ক্ষেত্রে প্রকৃষ্ট উদাহরণ।
খনা কিম্বা গ্যালিলিও,
হতে পারেনি অনেকের কাছে অতিপ্রিয়।
ভ্যান গগ্ কিম্বা জীবনানন্দ দাশ,
সমাজ তাহাদের চিনে নাই, সকলই ছিল ভ্রান্তিবিলাস।
সুকর্ণ কিম্বা কামাল আতাতুর্ক,
পেয়ে গেছেন কি তাঁহারা স্বাধীনতার প্রকৃত সুখ?
প্রশ্ন করিয়া ফিরি আজি কাহার কাছে,
উত্তর দেবার তরে হেথায়, কেইবা আছে!

No comments:

Post a Comment