Thursday, April 9, 2020

অব্যক্ত কথন
হাকিকুর রহমান 

কাহারে কিভাবে বলি,
কোন পথে হেঁটে চলি-
সকল পথই তো মিলেছে সেথায়,
জীবনের চোরাগলি।।
সীমানার এপারে দাঁড়িয়ে,
চাহি দুই বাহু বাড়িয়ে-
ক্লান্ত পথিক নিশানা হারালো,
ভ্রমর খুঁজিছে অলি।
কি সুরে গেয়েছিনু গান,
ভরাতে চেয়েছিনু প্রাণ-
ছড়ায়ে দিয়েছিনু ফুলেরো পাপড়ি,
গেলো চলে পদদলি।
ভাবিতেছি কি কথা আজি,
আকাশ রাঙিলো কি সাজি-
মিছে আশা নিয়ে পথ চেয়ে থাকি,
ঝরে পড়ে ফুলকলি।

No comments:

Post a Comment