কহিলাম
হাকিকুর রহমান
হাকিকুর রহমান
ঘরণীকে কহিলাম-
সদয় হও!
সে শুনিলোনা কোন কথা,
বাড়িলো হৃদয়ে অযাচিত ব্যথা।
ধরণীকে কহিলাম-
দ্বিধা হও!
সহিতে পারিনা আর,
হেরিতে পারিনা সকল রুদ্ধদ্বার।
রজনীকে কহিলাম-
নিদ্রা দাও!
বিনিদ্র যামিনী অতিক্রান্ত করিয়া অতি ক্লান্ত আমি,
তাইতো কম্পিত চরণে, চলিতেছি কোন প্রকারে থামি থামি।
তরণীকে কহিলাম-
পারে লও!
সে অন্য অভ্যাগতবৃন্দকে লইয়া প্রস্থান করিলো,
কিসের হোমাগ্নি অন্তকরণে প্রবিষ্ট হইলো।
অতঃপর,
বিমগ্ন চিত্তে রহিলাম বসি,
দিবাকে ডিঙিয়া আবির্ভূত হইলো শশী।
সদয় হও!
সে শুনিলোনা কোন কথা,
বাড়িলো হৃদয়ে অযাচিত ব্যথা।
ধরণীকে কহিলাম-
দ্বিধা হও!
সহিতে পারিনা আর,
হেরিতে পারিনা সকল রুদ্ধদ্বার।
রজনীকে কহিলাম-
নিদ্রা দাও!
বিনিদ্র যামিনী অতিক্রান্ত করিয়া অতি ক্লান্ত আমি,
তাইতো কম্পিত চরণে, চলিতেছি কোন প্রকারে থামি থামি।
তরণীকে কহিলাম-
পারে লও!
সে অন্য অভ্যাগতবৃন্দকে লইয়া প্রস্থান করিলো,
কিসের হোমাগ্নি অন্তকরণে প্রবিষ্ট হইলো।
অতঃপর,
বিমগ্ন চিত্তে রহিলাম বসি,
দিবাকে ডিঙিয়া আবির্ভূত হইলো শশী।
No comments:
Post a Comment