Saturday, June 20, 2020

ইচ্ছে
হাকিকুর রহমান

অব্যক্ত ইচ্ছেগুলো,
ন্যাড়া বাবলার ঝোপেই অদৃশ্য রয়ে গেলো।
কাছে কিনারের মানুষগুলোর খেয়ালি বসতি রইল পড়ে,
অসম চিন্তার তটে-
অধরা বৃষ্টির গান শুনি,
আঁখি মেলে, অশ্রু ফেলে-
মিশে যায় তা রন্ধে রন্ধে।
পোড়াবাড়িটার আঙিনায় শুধু এখন ঘুঘু চরে,
নির্জনতা ভরে থাকে সারাক্ষণ,
অযত্নে বেড়ে ওঠা লতাগুল্মের ফাঁক দিয়ে,
উঁকি দেয় ছেঁড়া চাঁদ-
আর কুরে কুরে খায়,
নির্মোহ আশাগুলোকে।
তবুও অকস্মাৎ আক্রান্ত হয়-
অস্ফুট ইচ্ছেগুলো, শেষ নিদ্রার উপত্যকায়।

No comments:

Post a Comment