গুণ
হাকিকুর রহমান
হাকিকুর রহমান
চাঁদেরে হেরিয়া কহে, কেরোসিন শিখা
কপোলেতে দাও মোরে, আঁকি রাজটিকা।
যবে তুমি ঢাঁকি যাও, অমাবস্যায়
তবু আমি আলো দিয়ে, যাই যে হেথায়।
মাটির প্রদীপ শুনি, অট্টহাসি হাসে
অর্চনা-প্রার্থনায় মোরে, বেশী ভালোবাসে।
চাঁদ হাসি কহিল, দু’জনাই শোনো
সমগুণে গুনান্বিত, লাজ নাই কোনো।
কপোলেতে দাও মোরে, আঁকি রাজটিকা।
যবে তুমি ঢাঁকি যাও, অমাবস্যায়
তবু আমি আলো দিয়ে, যাই যে হেথায়।
মাটির প্রদীপ শুনি, অট্টহাসি হাসে
অর্চনা-প্রার্থনায় মোরে, বেশী ভালোবাসে।
চাঁদ হাসি কহিল, দু’জনাই শোনো
সমগুণে গুনান্বিত, লাজ নাই কোনো।
No comments:
Post a Comment