কিছু
হাকিকুর রহমান
হাকিকুর রহমান
কিছুক্ষণ, কিছু কাল, কিছু দিন, কিছু মাস, কিছু বছর,
কিছু যুগ, কিছু শতাব্দী, কিছু সহস্রাব্দ-
সকলই ঐ “কিছু”র মধ্যেই সীমাবদ্ধ।
আর তা অনন্ত মহাকালের ক্ষুদ্রাতিক্ষুদ্র কিয়দংশ।
এই “কিছু”র মাঝেই ঘুরছে জীবন,
এই “কিছু”র মাঝেই সীমিত তার বিচরণ।
যদিও এই “কিছু”, শুধুমাত্র কিছুকেই নির্দেশ করে,
তবুও এই “কিছু”তেই ব্যাপ্তি,
“কিছু”তেই প্রাপ্তি,
“কিছু”তেই পরিসমাপ্তি।
কিছু যুগ, কিছু শতাব্দী, কিছু সহস্রাব্দ-
সকলই ঐ “কিছু”র মধ্যেই সীমাবদ্ধ।
আর তা অনন্ত মহাকালের ক্ষুদ্রাতিক্ষুদ্র কিয়দংশ।
এই “কিছু”র মাঝেই ঘুরছে জীবন,
এই “কিছু”র মাঝেই সীমিত তার বিচরণ।
যদিও এই “কিছু”, শুধুমাত্র কিছুকেই নির্দেশ করে,
তবুও এই “কিছু”তেই ব্যাপ্তি,
“কিছু”তেই প্রাপ্তি,
“কিছু”তেই পরিসমাপ্তি।
No comments:
Post a Comment