জীবনের গান
হাকিকুর রহমান
হাকিকুর রহমান
হোগলা পাতার ছাউনি গাঁথিয়া
বেঁধেছে তাহাদের ঘর,
হাসিখুশী ভরা গেহকোণে তবু
কুহকিনী তৎপর।
ঘরের মায়াতে রহিয়া গৃহিণী
আড়াল করিয়া রাখে,
সুখেতে দুখেতে দুই সহচর
একান্তে মিলিয়া থাকে।
পুরাতন জালে গাব মাখিয়া
নদীপানে জোরে ধায়,
জেলেনী তাহার পথ পানে চাহি
মিহি সুরে গেয়ে যায়।
নয়া জোয়ারের পানিতে দেখেছে
নব জীবনের গান,
কুলুকুলু বহা যমুনার তীরে
ভরা থাক মন-প্রাণ।
বেঁধেছে তাহাদের ঘর,
হাসিখুশী ভরা গেহকোণে তবু
কুহকিনী তৎপর।
ঘরের মায়াতে রহিয়া গৃহিণী
আড়াল করিয়া রাখে,
সুখেতে দুখেতে দুই সহচর
একান্তে মিলিয়া থাকে।
পুরাতন জালে গাব মাখিয়া
নদীপানে জোরে ধায়,
জেলেনী তাহার পথ পানে চাহি
মিহি সুরে গেয়ে যায়।
নয়া জোয়ারের পানিতে দেখেছে
নব জীবনের গান,
কুলুকুলু বহা যমুনার তীরে
ভরা থাক মন-প্রাণ।
No comments:
Post a Comment