Saturday, June 20, 2020

ছড়াঃ হোৎকা পেটুক
হাকিকুর রহমান

ঠোঁটটা লম্বা, নাকটা ভোঁতা
চোখটা ট্যারা-
থুতনি থোতা।
কানে খাটো, পা’টা বাঁকা
গদাই লস্করি-
চালটা ফাঁকা।
মুখে কুলুপ, তাসের তুরুপ
চলনে বলনে-
দেখায় স্বরূপ।
পেট্টা মোটা, দিচ্ছে খোটা
ঝলসানো খাসী-
খাচ্ছে গোটা।
বদের হাড্ডি, বেঁধে চাড্ডি
সারাক্ষণ জুড়ে-
খেলে কাবাড্ডি।

No comments:

Post a Comment