দীপ্তি
হাকিকুর রহমান
হাকিকুর রহমান
দীপ্তিময় এক খুদে পোকা,
খদ্যোত,
আর আমরা জানি তাকে জোনাকী বলে-
নিবেদিত প্রাণ, স্বগোক্তি করেনাতো সে।
শুধু, এতটুকু আঁধার সরানোর তরে
কি প্রাণান্তকর প্রয়াস!
বাঁশবাগানের ধাঁরেতে থেকেই সুখী,
গহন রাতে নিশাচরগুলো যবে জেগে উঠে,
আর রাতের মধ্য প্রহরে শৃগালেরা আড়ামোড়া ছেড়ে গেয়ে উঠে,
তখনও এতটুকু আলো ছড়ানোর তরেই ব্যস্ত-সমস্ত।
নীরবে, নিভৃতেই সে কালাতিপাত করে,
কারও সাতেও নেই- পাঁচেও নেই,
নিঃশব্দেই আনাগোনা করে-
বাঁশের কঞ্চিটাকে সাথী করে।
আর অপেক্ষায় থাকে,
নতুন এক প্রভাতের।
খদ্যোত,
আর আমরা জানি তাকে জোনাকী বলে-
নিবেদিত প্রাণ, স্বগোক্তি করেনাতো সে।
শুধু, এতটুকু আঁধার সরানোর তরে
কি প্রাণান্তকর প্রয়াস!
বাঁশবাগানের ধাঁরেতে থেকেই সুখী,
গহন রাতে নিশাচরগুলো যবে জেগে উঠে,
আর রাতের মধ্য প্রহরে শৃগালেরা আড়ামোড়া ছেড়ে গেয়ে উঠে,
তখনও এতটুকু আলো ছড়ানোর তরেই ব্যস্ত-সমস্ত।
নীরবে, নিভৃতেই সে কালাতিপাত করে,
কারও সাতেও নেই- পাঁচেও নেই,
নিঃশব্দেই আনাগোনা করে-
বাঁশের কঞ্চিটাকে সাথী করে।
আর অপেক্ষায় থাকে,
নতুন এক প্রভাতের।
No comments:
Post a Comment