উদাস বাউল
হাকিকুর রহমান
হাকিকুর রহমান
কোন সে অচিন গাঁয়ের বাঁকে
উদাস বাউল যায় যে হেঁটে,
গানের সুরে উতাল করে
প্রাণটা সবার দেয় যে কেটে।
পথের পথিক চায় যে ফিরে
সেই সুরের ঐ অমোঘ টানে,
ভর দুপুরে মাঠের চাষীর
সেই সুরেতে নিদ্রা আনে।
হৃদয় ভরা কথার মালায়
ভরা যে তার করুণ সুর,
এক তারাটা হাতে নিয়ে
হেঁটে চলে কোন সে দূর।
উদাস বাউল যায় যে হেঁটে,
গানের সুরে উতাল করে
প্রাণটা সবার দেয় যে কেটে।
পথের পথিক চায় যে ফিরে
সেই সুরের ঐ অমোঘ টানে,
ভর দুপুরে মাঠের চাষীর
সেই সুরেতে নিদ্রা আনে।
হৃদয় ভরা কথার মালায়
ভরা যে তার করুণ সুর,
এক তারাটা হাতে নিয়ে
হেঁটে চলে কোন সে দূর।
No comments:
Post a Comment