প্রতীক্ষা
হাকিকুর রহমান
হাকিকুর রহমান
তটিনী বহিয়া যায় কুলুকুলু গাহিয়া
তরুণী দাঁড়ায়ে রয় আলুথালু চাহিয়া।
কবে যে ভিড়িবে তরী সাথে লয়ে সখারে
রাখিছে যতন করি মনো মাঝে তাহারে।
আবেগ বাড়িয়া যায় তাহারে না দেখিয়া
হৃদয়ো মাঝে আর রহেনাতো সে হিয়া।
সকলে আসিলো ফিরে সেতো ফিরে এলোনা
দেখা দিবে বলে তবু আর দেখা দিলোনা।
ভাবিয়া উদাসী হয় তার তনু-মন
আঁখি দু’টি বহিয়া তাই ঝরে বরষন।
এমনি করিয়া কাটিয়া গেলো কতকাল
তবুও প্রতীক্ষায় রয় ছাড়েনাতো হাল।
তরুণী দাঁড়ায়ে রয় আলুথালু চাহিয়া।
কবে যে ভিড়িবে তরী সাথে লয়ে সখারে
রাখিছে যতন করি মনো মাঝে তাহারে।
আবেগ বাড়িয়া যায় তাহারে না দেখিয়া
হৃদয়ো মাঝে আর রহেনাতো সে হিয়া।
সকলে আসিলো ফিরে সেতো ফিরে এলোনা
দেখা দিবে বলে তবু আর দেখা দিলোনা।
ভাবিয়া উদাসী হয় তার তনু-মন
আঁখি দু’টি বহিয়া তাই ঝরে বরষন।
এমনি করিয়া কাটিয়া গেলো কতকাল
তবুও প্রতীক্ষায় রয় ছাড়েনাতো হাল।
No comments:
Post a Comment