Sunday, May 16, 2021

 

কুটুম বাড়ি
হাকিকুর রহমান
উল্লাপাড়ার কুটুম বাড়ি গেলাম বেড়াতে-
কুচো মাছের চচ্চড়ি আর কাতলা মাছের মুড়ি ঘন্ট,
আরও কত পদের খানা
তাইতো আমি চাইনি এড়াতে।
বাড়ি তো নয়
এ যেনো এক ছবি দিয়ে মোড়া,
উঠোন, পতেন, হেসেল দেখে
হলো যে চোখ জোড়া।
হাজার বিঘে ধানের জমি
তিনটে আছে মস্ত বড় দীঘি,
তিন ডজন গাভীন গরু
বাসায় পাতেন হাতে তোলা ঘি।
সবজি ক্ষেতে গাজর ভরা
লাউ, পটল, কুমড়ো- আরও কত কি,
বাড়ি আছেন গিন্নী পাকা
সেও জানি বড় লোকের ঝি।
কন্যাটিও সুন্দরী বেশ
চোখ দু’টো ঠিক যেন পটল চেরা,
মহাসুখেই চলছে যে দিন
সবই যেন স্বপ্ন দিয়ে ঘেরা।

No comments:

Post a Comment