আবেগের ভূত
হাকিকুর রহমান
আবেগের ভূত
নামেনাতো ঘাড় থেকে,
রাত-বিরেতের বালাই তো নেই
অনবরত যায় ডেকে।
হুতাশ পরাণ
থমকিয়া গেলো পথে,
চকিত চরণে পিছু ফিরি চাই
তবু চলা কোনও মতে।
কাহারে ডাকিয়া কি কহি
বেদনা সকলই যাই সহি।
নিদেনের কালে
দাঁড়ালোনা এসে কেউ কাছে,
গরলের ভালে
রইলো যে পড়ে সব পাছে।
No comments:
Post a Comment