Sunday, May 16, 2021

পথের দিশা
হাকিকুর রহমান

রাতের আঁধার কাটলো যবে
বাহির হলাম পথে,
চরণ দু’টো আর চলেনা
ব্যর্থ মনোরথে।
এদিক ফিরি, ওদিক ফিরি
পথটা গেলো কই?
বাহির ঘরের আগল খোলা
অন্ন বাড়ন্তই।
আগ বাড়িয়ে ভাবার আগেই
চুপটি মেরে যাই,
পথ হারানোর ভয়ে আবার
পিছন ফিরে চাই।
এক্কা দোকা খেলার ছলে
থাকি সবই ভুলে,
দেনা মোরে পথের দিশা
নাহয় নেনা তুলে।

(আমার লেখাগুলো জীবন থেকে নেয়া।
এখানে কোনও রাজনৈতিক বক্তব্য নেই।)
- সর্বসত্ব লেখক কর্তৃক সংরক্ষিত

No comments:

Post a Comment