মৌনতারে ডাকি
হাকিকুর রহমান
শুধাইবো কাহারে, কাটে কাল
অনাদিকালের তরে
অনন্ত রাত্রি পারে।
হায়রে অনাদিকালের অতীত,
তুমি নীরবে, নিভৃতে
কার সাথে কথা কও-
যুগ যুগান্ত ধরে
পিয়াসি চিত্তে
মোর সাথে জেগে রও।
কত জীবনের আরাধনা,
কত সাগরের জল-
মিলেমিশে আজি একাকার হলো, তবু
বুঝিতে পারিনি তার
সমসাময়ীক ছল।
ঘটমানতায় নিবৃত রাখি,
তরঙ্গহীন সায়রে ভাসিয়া, হইযে আলুথালু
তবুও কেন জানি, কাতর চিত্তে
মৌনতারেই গেলাম ডাকি।
Sunday, May 16, 2021
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment