Sunday, May 16, 2021

 

সঞ্চারিত ধন
হাকিকুর রহমান
আছে কিছু মোর সঞ্চারিত ধন
রেখেছি তা অতি যতনে,
চাহিবোনা সেগুলি দেখুক দিবালোক
রয়ে যাক তা গভীর গোপনে।।
দিবসের আলো মিটিবার আগে
হেরিবারে তারে বড় সাঁধ জাগে-
আশার অতীত উবিয়া গেলো কোথা
খুঁজে ফিরি তা নিভৃত স্বপনে।।
ভাবনার দ্বার খুলিয়া দিয়াছি
অভিলাষী মন রাঙিয়া নিয়াছি-
থাকুক সে গুলি হৃদয় মাঝারে
বিচরণ করুক নীরব চরণে।।
মরমের কথা কহিবো যে কারে
স্বপন রাতিতে হারিয়েছি যে তারে-
বিরান স্মৃতিরা ঘুরিয়া মরিছে
বিচলিত করে সে কিছু স্মরণে।।

No comments:

Post a Comment