Sunday, May 16, 2021

কতো চেনা
হাকিকুর রহমান

পথের কিনারে দাঁড়ায়ে বাউল
গেয়ে যায় কোন সুরে,
শরতের শেষে কাশফুল বন
ডেকে নেয়ে সেই দূরে।
শাড়ির আঁচলে কুড়ায়ে যুঁথিকা
মালিনীর মেয়ে ছোটে,
কাজল কালো দীঘির জলেতে
গাঢ় লাল পদ্ম ফোটে।
কৃষাণীর মেয়ে সাজিছে হোথায়
হবে তার বিয়ে আজ,
আমলকি শাখে দুলিছে কপোতী
হাতে নাই কোনও কাজ।
বুকের ভেতরে বাঁধিয়া বেদনা
হেঁটে যায় বিরহিনী,
আশা নিরাশার ছলনার মাঝে
যেনো তারে কতো চিনি।

No comments:

Post a Comment