স্মৃতির অবগাহন
হাকিকুর রহমান
স্মৃতির অবগাহনে
কি ক্লান্তি আনে দেহ-মনে
ছাড়িয়া দীর্ঘনিঃশ্বাস
করে যায় মোরে পরিহাস
আশাগুলি সব ভূলুন্ঠিত হয়
অসচ্ছতার সমীকরণে।।
আসল-নকলের মাঝে
চলা-ফেরা বিনাকাজে
অনাগত ভবিষ্যৎ
নানা মুনির নানামত
প্রচ্ছন্নতায় ঘিরে আছে সবই
কি কথা হৃদয়ে বাজে।।
অসময়ে দাঁড় বাঁধা
এলোমেলো সব ধাঁধা
শক্ত করিয়া বসি
হালটাকে ধরি কষি
এযেনো আবার নতুন করিয়া
পুরাতন সুরে সাধা।।
No comments:
Post a Comment