কড়চা
হাকিকুর রহমান
জ্ঞানীর কথা বুঝতে হলে
জ্ঞান থাকা জরুরী,
আদালতে থাকলে বসে
যায়না হওয়া মহুরী।
পানির তলে থেকেও তবু
যায়না হওয়া মাছ,
গভীর বনে থাকলে বসে
হয়না বসবাস।
ঘ্যানর ঘ্যানর করেও তবু
যায়না দেয়া নালিশ,
পাঁচ মাথায় বসলে পরে
হয়না সেটা সালিশ।
একমাত্র জহুরীই চেনে
কোনটা খাঁটি সোনা,
বোঝার যেজন, বোঝে সেজন
সেতো হাতে গোনা।
No comments:
Post a Comment