Thursday, October 7, 2021

 

ফ্যাসাদগুলো...
হাকিকুর রহমান 
 
বিদেশ যেয়ে ভেবেছিলাম
হয়েই যাবো রাজা,
হিসাব-নিকাশ মেলে না আর
এ কিরকম সাজা।
আধোয়া প্যান্ট, নোংরা জামা
সেটাই পরে ঘুরি,
গলার রুমাল সেটাও ছেঁড়া
কবেই গেছে চুরি।
সুঁচলো জুতো পরে সেদিন
ভেবেছিলাম কি যে,
নিজের আখের গোটাই ভেঙে
পথ দেখিনা নিজে।
আজকে তোমার তাল ছড়িটা
আমায় দেবে ভাই,
বাস্তুভিটা সেটাও গেছে
চিন্তা করি তাই।
বাকি জীবন কাটবে কেমন
জানিনাতো কিছু,
ফ্যাসাদগুলো সাথেই থাকে
ছাড়লো না তো পিছু।

(সর্বস্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত)

 

No comments:

Post a Comment