Thursday, October 7, 2021

 

পরিণত সুখ
হাকিকুর রহমান 
 
পরিণত সুখ?
কি তার বিন্যাস,
কি তার আবরণ-
অপ্রাপ্তির প্রকাণ্ড প্রহরে
দিলো কে আবার পুনরায় ঘুম,
ভগ্নাংশ ঘিরেই তো
সমীকরণের সূত্রপাত।
আচমকা গায়ে এসে পড়ে
কোন সে মিহিন ফুলের পাপড়ি-
আবার শিশির ভেজা পায়ে
লুটায় কিছু নাম না জানা ঘাসফুল,
ওদেরকে সান্ত্বনা দেবার
ভাষা খুঁজে পাইনা, এখন আর।
চেনা-অচেনার মাঝে
কোন সে চেনামুখ খুঁজে ফেরা-
এ যেনো কোনও এক
অনন্তের সীমারেখা খোঁজা,
তবুও পিঠের উপরে
পড়ে কার প্রান্তিক নিঃশ্বাস ভরা হাসি।
তা, সে সুখের সাথে
নেই তো কোনো প্রতিদ্বন্দ্বী-
নেই কোন অভিমান
নেই কোন অভিযোগ,
তবে কি, তা শুধুই ওই
অবিনশ্বরের পানে ছুটে যাওয়া!

(সর্বস্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত)

 

No comments:

Post a Comment