Thursday, October 7, 2021

 

সাঁঝের আলো
হাকিকুর রহমান 
 
দিবা শেষে কোন আবেশে
ভুলিয়ে দিলো প্রাণটি মোর,
ক্লান্তি হরা সন্ধ্যা তারা
অবাক চোখে খুললো দোর।
ওপারের ওই সোনার কুলে
ঘুম ভাঙ্গানি গান যে রয়,
চন্দ্র, তারা ঘোমটা খুলে
রূপের আলোর বন্যা বয়।
মুখ লুকিয়ে বনের হরিণ
আলোর আশায় রয় চেয়ে,
গাছের শাখে বন মহুয়া
প্রাণটা খুলে যায় গেয়ে।
ভাটির টানে বাইতে গিয়ে
উদাস হলো আজ মাঝি,
সাঁঝের আলোয় মোমের বাতি
জাগলো আবার সুর সাজি।
(সর্বস্বত্ব সংরক্ষিত)

No comments:

Post a Comment