ছড়া- চাঁদের হাসি
হাকিকুর রহমান
অরুণ রবি ওঠার আগে
জাগলো ভোরের পাখি,
প্রাণটা খুলে গান শোনালো
মনের মাঝেই রাখি।
শিশির ভেজা ঘাসের ‘পরে
হাঁটছে সোনার মেয়ে,
ছাতিমতলার গাঙের ঘাটে
ভিড়লো এ কোন নেয়ে।
পলাশ ফুলের শাখায় বসে
কোকিল ডাকে “কুহু”,
শাপলা ভরা দিঘির জলে
ফুল ফুটেছে বহু।
কাজল মেখে খুকুমণি
চাইছে আকাশ পানে,
কুটুম পাখি গাইছে কি গান
জানে কে তার মানে।
গ্রাম ছাড়িয়ে মাঠের পানে
ছুটলো গাঁয়ের চাষী,
খোকন সোনার মুখটা জুড়ে
ভরলো চাঁদের হাসি।
(ছেলেপুলেরা আবার স্কুলে যাচ্ছে
জেনে ছড়াটা লিখলাম।)
(সর্বস্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত)
No comments:
Post a Comment