পৃথিবীর আত্মা
হাকিকুর রহমান
সহস্র কণ্ঠে ধ্বনিত-প্রতিধ্বনিত হলো-
“একটু নির্মল পরিবেশ চাই”,
লক্ষ কণ্ঠে ধ্বনিত-প্রতিধ্বনিত হলো-
“একটু বিশুদ্ধ বাতাস চাই”,
কোটি কন্ঠে ধ্বনিত-প্রতিধ্বনিত হলো-
“একটা বাসযোগ্য পৃথিবী চাই”।
উদ্দেশ্যটা সকলেরই স্পষ্ট,
আগ্রহেরও কমতি নেই কোনো,
তবে, উদ্যোগের অভাবে-
কোনো আবেদনই কার্যকর হলো না।
প্রান্তর থেকে প্রান্তরে,
উত্থাপিত হয়েছে কথাগুলো,
টেবিল চাপড়ে মনীষীগণ
মুখের থুথু ছিটিয়ে চিৎকার করে গেছেন অনবরত,
নেতা- নেত্রীগণের মনোযোগ আকর্ষণ
করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রমও গ্রহণ করা হয়েছে-
তথাপি, যুগে যুগে, এই কথাগুলোর
কোনোটাই, কাহারো কর্ণকুহরে প্রবিষ্ট হয় নাই।
আর ওদিকে পৃথিবীর অতৃপ্ত আত্মাটা
শুধুই নীরবে হাহাকার করে ফিরে।
(সর্বস্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত)
No comments:
Post a Comment