পেটের ক্ষিদে
হাকিকুর রহমান
পা বাড়ালেই পাবো কি সুখ?
সামনে দেখি আলোর মেলা,
ন্যাংটা মতোন চিন্তাগুলো
তবুও দেখি
সামনে-পিছে করছে খেলা।
নিত্তি যখন কেঁদেই কাটে
সামনে যাবার মানেটা কি?
কাঁটাতারের বেড়ায় ঘেরা
আধমরা সব ভাবনাগুলো
লম্পটে সব বাদ বাকি।
চনমনে এক সকাল দেখে
ভাবটা দেখাই
এ যেনো কোন চ্যাংড়া ছোড়া-
আবেগ ছাড়া কথার ভিড়ে
যাই হারিয়ে
রেসের মাঠে ল্যাংড়া ঘোড়া।
লাক্ষ্যা নদীর লক্ষটা হাত
ভাসিয়ে দিলো
ক্ষেতের ফসল, আগাম বানে-
পেটের ক্ষিদে লাগলো যখন
বাড়ির বেড়া
হাত বাড়িয়ে, অমনি টানে।
(সর্বস্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত)
No comments:
Post a Comment