Thursday, October 7, 2021

 

নানান ছল
হাকিকুর রহমান 
 
পথের কথা থাকুক পথে
ঘরের কথা ঘরে,
কয়লা ধুলে ময়লা না যায়
বিষাক্ত অন্তরে।
সদ্য ফোটা মাকাল ফলে
জানান দিলো কি?
বাইরে ভালো ভিতর কালো
আবার দেখে নি!
যতই বলো ভালো কথা
লাগবেনা তা মনে,
হাটের মাঝে ভাঙলো হাড়ি
কইবো তা কার সনে।
এমনি করেই জীবন গেলো
বুনো মেঘের দল,
রাতের দিকেই দিবস গড়ায়
ভরা নানান ছল।

(সর্বস্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত)

 

No comments:

Post a Comment