Thursday, October 7, 2021

 

কান্নার শোক
হাকিকুর রহমান 
 
কান্নার কি কোন শোক আছে?
কাঁধ থেকে নামানো দীর্ঘশ্বাসের প্রতিধ্বনি-
নির্বোধ, অজ্ঞান, মূঢ়।
তবে, তা নির্বাক, নীরব, মূক নয়।
কোনও এক অপরিকল্পিত চিত্রকরের
আগোছালো ক্যানভাসে আঁকা,
ছোপ ছোপ রংএর চিহ্ন,
কিন্তু, তা একেবারেই সাদা।
স্মৃতির দফাদার যেনো,
প্রহারা চৌকির সদাজাগ্রত প্রহরী-
বিন্যাস খুঁজে ফেরে
শব্দহীন শব্দের মাঝে।
তবে কি মৃত্যুই মুছে দিতে পারে
কোনও নিঃসঙ্গ প্রাণ?
(আজকের লেখাটা Vincent Willem van Gogh
(ভ্যান গগ)-কে উৎসর্গ করলাম।)

(সর্বস্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত)

 

No comments:

Post a Comment