Thursday, October 7, 2021

 

স্মৃতির প্রলেপ
হাকিকুর রহমান 
 
স্মৃতির ওপরে জমে থাকা ধুলোর স্তরটাকে,
মুছে দিলেই কি ওটা সফেদ হয়ে যায়?
না, ওর পরোতে পরোতে জমে থাকা ধুলো,
সে কি আর সহজে ঝেড়ে ফেলা যায়?
ফলে, বিস্মোরোণের স্থাপত্য, ঠিকই
আসন গেড়ে বসে, স্মিত হাসি হেসে।
তবে, চোখে ধুলো দিয়ে, কতজনাই
তো, কতো ব্যাখ্যা দিয়ে যায়-
স্থান-কাল-পাত্র বিশেষে ব্যাখ্যা,
ভাব-অভাব-পরিবেশ বিশেষে ব্যাখ্যা,
বোধ-নির্বোধ-সংকুলান বিশেষে ব্যাখ্যা,
তবুও কি, ওগুলোকে সহজতর মনে হয়?
কেউ বা মনে করে, ওটা, সুপ্ত হৃদয়ের
সম্ভাষণ, প্রকারান্তরে প্রতিফলিত
হবার সুযোগেই থাকে- অন্তঃকরণের
প্রতিটি শিরাতে ছুঁয়ে ছুঁয়ে যায়,
ক্ষত চিহ্নগুলোর প্রতিসরণ,
কালের গহ্বরে লুক্কায়িতই রয়।
এ যেনো অপরিবর্তিত ঋতুর বহিঃপ্রকাশ,
যতই ঝাঁট দেয়া হোক না কেনো,
প্রলেপটাকে যায়না সরানো, ওখানে
পরোতে পরোতে জমেই ধুলো,
ঘূণ খাওয়া ভগ্ন দেয়ালের প্রতিচ্ছবি যেনো,
বিশ্বাস আর অবিশ্বাস এর মাঝারে নিরন্তর দোল খায়।

(সর্বস্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত)

 

No comments:

Post a Comment