Tuesday, June 8, 2021

 

ভাঙ্গিয়োনা মোর ঘুম
হাকিকুর রহমান
ভাঙ্গিয়োনা, ভাঙ্গিয়োনা মোর ঘুম-
সবেতো আঁখিতে স্বপ্নেরা দিয়েছে চুম।।
কেহ জেগে কাঁদে, কেহ বা ঘুমায়
কেহ বা ভাবিছে হয়ে নিরুপায়,
কেহ বা আঁকিছে রং তুলি দিয়ে জোসনার কুমকুম।।
কারো চোখে নামে জলের ধারা
কেহ বা আহ্লাদে পাগলপারা,
কেহ বা অকাতরে বিলায় নিজেকে, নিশি ভর নিরঘুম।।
কেহ বা জাগিছে রাগে-অনুরাগে
কলঙ্কিনী চাঁদ কারো ভালো লাগে,
ফুলের সুবাসে জাগিছে কেহবা, ছায়াবীথি নিজঝুম।।

No comments:

Post a Comment