Tuesday, June 8, 2021

 

ভরা নদীর কূল
হাকিকুর রহমান
নাইকো আশা, নাই ভরসা
ভরা নদীর কূলে
ঢেউয়ে ঢেউয়ে খায়যে বাড়ি
নাওটি আমার দুলে।।
নাওয়ে আমার নাইকো যে পাল
নাইতো নাওয়ে দাঁড়ি
এমনি করে ভরা গাঙ্গে
ক্যামনে দিবো পাড়ি।।
বৈঠা হাতে বৈছি আমি
স্রোতের বিপরীতে
সঠিক বাহি নৈলে পরে
ডুববে আচম্বিতে।।
মেঘে মেঘে কাটলো বেলা
যাইতে হবে পারে
সময়গুলা ক্যামনে গেলো
বুঝতে পারি নারে।।
(একটা পল্লীগীতি লেখার চেষ্টা করেছিলাম
রচনাকাল- ২৪/০৮/২০১৮)

No comments:

Post a Comment