Tuesday, June 8, 2021

 

অবনী
হাকিকুর রহমান
হরিৎ পত্র ঝরায়ে দিয়াছো পদতলে
স্নিগ্ধতা তব ছড়ায়ে দিয়াছো, সরোবরে-শতদলে।
অশ্বত্থের তলে ভরায়ে রেখেছো তব ছায়া
ভর দুপুরেতে, জুড়ায়ে নেই মোর ক্লিষ্ট কায়া।
গাঙ্গের বাঁকেতে লহরী জাগিছে নিবিড়
গোধূলির ছায়ে ভরে থাকে আলয়, শাখেতে সুখী নীড়।
নিশীথের কালে গগনে উঠিল, পূর্ণ শশী
ঘরের মায়াতে, রহিল পরাণে তাহা পশি।
জাগতিক যত আশাগুলি, রয় বুকে
তবুও অবনী, কেন জানি যায় ধুঁকে!

No comments:

Post a Comment