ভাঙ্গনের কিনারায়
হাকিকুর রহমান
ছাড়িয়া নিদ্রা, ভাবিয়া খিদ্রা
কল্পিত চমকে,
আসিলো ভাদ্র, বায়ুতে আদ্র
বর্ষেনা পলকে।
সাজি ঝিকিমিকি, চড়িয়া পালকি
নববধু ওই যায়,
পিছু পিতামাতা, সখি পারমিতা
নতমুখে ফিরে চায়।
সাজানো বাগানে, ভরা কলতানে
পাখিদের কিচিমিচি,
হারায়ে সকলি, কি করে তা ভুলি
হেথা কিভাবে যে বাঁচি।
সংকটে পড়ি, মনোবল গড়ি
দাঁড়াবার ইশারায়,
ভুলিয়া বেদনা, বাড়িয়ে চেতনা
ভাঙ্গনের কিনারায়।
(খিদ্রা- জায়গার নাম)
No comments:
Post a Comment